সীতাকুণ্ড

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: ৩ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০-১৫ জন।
সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ছবি: রাজিব রায়হান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০-১৫ জন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ডের ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, 'বিকেল সাড়ে ৪টার দিকে এই বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। প্ল্যান্টের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০-১৫ জন। আহতের সংখ্যা বাড়তে পারে।'

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নূরুল আলম দুলাল বলেন, 'আমরা এখন পর্যন্ত প্ল্যান্টের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছি।'

বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।

অক্সিজেন প্ল্যান্টের পাশের বাড়ির বাসিন্দা মো. লোকমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেলে ওই অক্সিজেন প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনি। এতে প্ল্যান্টের আশপাশের বাড়ি-ঘরের দরজা-জানলার কাঁচ ভেঙে পড়ছে। ভয়ে স্থানীয়রা বাড়ি-ঘর ছেড়ে দূরে সরে গেছেন।'

অক্সিজেন প্ল্যান্টের পাশের দোকান (ফারিয়া এন্টারপ্রাইজ) মালিক ইদ্রিস ব্যাপারী ডেইলি স্টারকে বলেন, 'ওই অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে লোহা-লক্কড় উড়ে এসে পড়েছে। বিস্ফোরণের পর প্ল্যান্টের ভেতর থেকে আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।'

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্ফোরণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।'

 

Comments