সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণে মারা গেলেন যে ৩ জন

‘এর আগেও বেশ কয়েকবার ভবনের মালিককে ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে জানিয়েছিলাম। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
আকরাম হোসেন। ছবি: মুনতাকিম সাদ/স্টার

রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় যে ৩ জন মারা গেছেন, তারা অফিস ও স্কুলের স্টেশনারি সামগ্রী আমদানি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

আজ রোববার সকালে এ বিস্ফোরণ ঘটে।

ওই ৩ জন হলেন— আব্দুল মান্নাম (৬৩), তুষার (৩২) ও শফিকুজ্জামান শফিক (৪২)। তারা সবাই নিউ জেনারেশন কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলে। তাদের মধ্যে ২ জন কম্পিউটার অপারেটর ও একজন অফিস সহকারী ছিলেন।

প্রতিষ্ঠানটির মালিক আকরাম হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'নিউ জেনারেশন কোম্পানি লিমিটেড অফিস ও স্কুলের স্টেশনারি সামগ্রী আমদানি করে। প্রায় ৪০ বছর ধরে আমরা এই ব্যবসা করে আসছি। এর আগেও বেশ কয়েকবার ভবনের মালিককে ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে জানিয়েছিলাম। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।'

Comments