ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশের ৩ মামলা: আসামি ৯৮

ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গতকাল মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি পালনের সময় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা হয়েছে। এর মধ্যে ধানমন্ডি থানায় ২টি ও নিউমার্কেট থানায় ১টি মামলা হয়েছে।

আজ বুধবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানমন্ডি থানায় বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা হয়েছে। দুটি মামলাতেই ৫২ জন বিএনপি নেতার নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

গতকাল রাতে ধানমন্ডি থানার উপ পরিদর্শক মুয়ীদ খান ও মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন।

ওসি আরও বলেন, 'সংঘর্ষের সময় আটক ২৭ জনকে দুই মামলাতেই আসামি করা হয়েছে।'

এদিকে সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট থানার এসআই সবুজ মিয়া বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন।

গতকাল আটক বিএনপির ১০ নেতাকর্মীকে এই মামলায় আসামি করা হয়েছে।

মামলা তিনটিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক গুরুতর আঘাত, অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর, বেআইনি সমাবেশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং বিস্ফোরণ জাতীয়দ্রব্য ককটেল উৎপাদনের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকায় বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল। বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করার পর সংঘর্ষের ঘটনা ঘটে।

Comments

The Daily Star  | English
donald trump tariff policy impact on america

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

6h ago