রাজধানীর কালশীতে ১২তলা ভবনে আগুন, দগ্ধ ৪
রাজধানীর কালশীতে একটি ১২ ভবনের ৫ তলায় আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুনের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুখ দ্য ডেইলি স্টারকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১টার দিকে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Comments