গুলিস্তানে বিস্ফোরণ

প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে: প্রত্যক্ষদর্শী সাফায়েত

বাঁচাও, বলে চিৎকার করছিলেন। আতঙ্কে এদিক-সেদিক দৌঁড়াচ্ছিলেন কেউ কেউ,' বলেন তিনি।
গুলিস্তান বিস্ফোরণ
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে ঘটনায় উদ্ধার কাজে ফায়ার সার্ভিস। ছবি: রাশেদ সুমন/ স্টার

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারের একটি ভবনে আজ মঙ্গলবার বিকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে প্রত্যক্ষদর্শী দোকানদার সাফায়েত হোসেন ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে।

দ্য ডেইলি স্টারকে সাফায়েত বলেন, 'প্রথমে বিকট শব্দ শুনি। পরে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে ২০-২৫ জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।'

'তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগে রক্তক্ষরণ হচ্ছিল। বাঁচাও, বলে চিৎকার করছিলেন। আতঙ্কে এদিক-সেদিক দৌঁড়াচ্ছিলেন কেউ কেউ,' বলেন তিনি।

বিকেল ৪টা ৫০ মিনিটে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে এ বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন অন্তত ১০০ জন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ভ্যান ও রিকশায় করে হাসপাতালে নিয়ে যান।

দোকানদার সাফায়েত বলেন, 'বিস্ফোরণের সময় পুরো সিদ্দিকবাজার এলাকা কেঁপে ওঠে। প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে।'

আরেক প্রত্যক্ষদর্শী আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকট শব্দের পর লোকজন দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। সবার চোখেমুখে আতঙ্ক। ভবনের জানালার কাচ ভেঙে রাস্তায় পড়ে। পথচারীরাও এতে আহত হয়।'

ভবনটিতে আবাসিক ইউনিটও ছিল এবং কিছু দোকান ভাড়া দেওয়া ছিল বলে স্থানীয়রা জানান।

বিকেলে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মানুষজন বাড়িঘর ও ভবন থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হয়েছে।

Comments

The Daily Star  | English
money laundering

Income tax bill targets wealth stashed abroad

People with properties abroad stand to face a penalty equal to their fair market value if the tax office can detect those, as per the Income Tax Bill 2023

51m ago