গুলিস্তানে বিস্ফোরণ

‘২ ভাই মারা গেল, কীভাবে বাবাকে সান্ত্বনা দেবো’

মনসুর হোসেন (৪২) তার নতুন ফ্ল্যাটের জন্য স্যানিটারি পণ্য কিনতে গুলিস্তানের সিদ্দিকবাজারে গিয়েছিলেন। তার চাচাতো ভাই আল আমিনকে (২০) সঙ্গে নিয়ে গিয়েছিলেন।
২ ভাইকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহাজারি করছেন কাউসার।

মনসুর হোসেন (৪২) তার নতুন ফ্ল্যাটের জন্য স্যানিটারি পণ্য কিনতে গুলিস্তানের সিদ্দিকবাজারে গিয়েছিলেন। তার চাচাতো ভাই আল আমিনকে (২০) সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

বিস্ফোরণে তারা দুজনই নিহত হন। মনসুরের ভাই কাউসার হোসেন মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মরদেহ শনাক্ত করেন।

'আমি কীভাবে বাবাকে সান্ত্বনা দেবো? আমার ২ ভাই মারা গেল। তুই (মনসুর) কেন আজ বাজারে এসেছিলি?'—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এভাবে বিলাপ করছিলেন কাউসার।

তিনি জানান, ঢাকার ফুলবাড়ীয়া এলাকায় মনসুরের একটি দোকান আছে। মনসুর শনিরআখড়া এলাকায় বসবাস করেন। আল আমিন মনসুরের বাসায় থাকতেন।

'আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ ভাইয়ের লাশ নিতে এসেছি। আমি কোথায় যাব? বাবাকে কীভাবে সান্ত্বনা দেবো?' মোবাইল ফোনে বলছিলেন কাউসার।

Comments