গুলিস্তানে বিস্ফোরণ

ভবনটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সাইনবোর্ড টানাল ডিএসসিসি

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত ৭ তলা ভবনে বিস্ফোরণে ঘটনায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সাইনবোর্ড টানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সিদ্দিকবাজারে বিস্ফোরণ
বিস্ফোরণে বিধ্বস্ত ভবনে ডিএসসিসির সাইনবোর্ড। ছবি: পলাশ খান/স্টার

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত ৭ তলা ভবনে বিস্ফোরণে ঘটনায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সাইনবোর্ড টানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বুধবার বিকেলে ডিএসসিসি কর্মীরা ভবনটিতে এ সাইনবোর্ড টানায়।

সাইনবোর্ডে লেখা রয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ, এতে সর্ব-সাধারণের প্রবেশ নিষেধ।

Comments

The Daily Star  | English
Donald Lu to visit Dhaka

US delegation’s visit: Dhaka, Washington to have ‘multi-dimensional’ talk

US Assistant Secretary Donald Lu, who is now visiting New Delhi, will travel to Bangladesh as part of the delegation

19m ago