উত্তরায় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মৃত আহমেদ সানি হানিফ (১৮) নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মৃত আহমেদ সানি হানিফ (১৮) নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ রোববার ভোর ৫টার দিকে আজমপুর ফরিদ মার্কেটের কাছে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে পুলিশ থানার উপপরিদর্শক আলী আকবর দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোন ট্রেনে আহমেদ সানি হানিফ কাটা পড়েছেন তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'

ঢাকা মেডিকেল কলেজ মর্গে হানিফের বাবা আবুল বাশার ডেইলি স্টারকে বলেন, 'আহমেদ সানি হানিফ সেহরি খেয়ে মসজিদে ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে সে।'

তার ১ ছেলে ও ২ মেয়ের মধ্যে হানিফ সবার বড় ছিল বলে জানান তিনি।

Comments