গুলিস্তানে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ২৫

তার শরীরের ১২ শতাংশ দগ্ধ ছিল এবং মাথায় আঘাত লেগেছিল।
গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: স্টার ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে।

নিহতের নাম খলিলুর রহমান হাসান (৩২)।

আজ রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন তিনি।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার শরীরের ১২ শতাংশ দগ্ধ ছিল এবং মাথায় আঘাত লেগেছিল।

 গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন।

Comments