নিউ এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটিতে আগুন

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে 
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটিতে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১০তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটির ৫তলায় এই আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Comments