শেলটেক সিয়েরা কম্পিউটার সিটির আগুনে ২ ফায়ারকর্মীসহ অসুস্থ ৩

ভবনটির ৬-৯তলা পর্যন্ত আবাসিক
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানী ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটির আগুনের ধোঁয়া ও তাপে ফায়ার সার্ভিসের ২ জন কর্মীসহ ৩ জন অসুস্থ হয়ে পড়েছেন।

আজ সোমবার রাতে ঘটনাস্থল থেকে বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) ফজলুর রহমান।

তিনি জানান, আগুনের ধোঁয়া ও তাপে ফায়ার সার্ভিসের ২ জন কর্মী ও একজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

আগুন লাগার কারণ সম্পর্কে কম্পিউটার সিটির ক্যানটিন বয় ইমাম উদ্দিন হোসেন রুবেল দ্য ডেইলি স্টারকে জানান, ধোঁয়া দেখতে পেয়ে তিনি ও মার্কেটের ৪ নিরাপত্তারক্ষীসহ ১০-১২ জন ৫তলায় গিয়ে দেখেন পূর্ব পাশের একটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং নিজেরা দোকানটির তালা ভাঙ্গার চেষ্টা করেন। আধঘণ্টার চেষ্টায় তালা ভেঙ্গে দেখেন, পুরো দোকানটিতে আগুন জ্বলছে। পাশের আরও ২ দোকানেও তা ছড়িয়ে পড়েছে।

তিনি আরও জানান, ভবনটির ৬-৯তলা পর্যন্ত আবাসিক।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৯তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটির ৫তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ২৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments