শেলটেক সিয়েরা কম্পিউটার সিটির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আজ সোমবার রাত ৯টা ২৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি ভবন থেকে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনে কোনো হতাহত নেই। ভবনটির ৫তলায় থাকা কয়েকটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১০তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটির ৫তলায় আগুন লাগে।

 

Comments

The Daily Star  | English

KCC polls: Campaigning now intense

With the Khulna City Polls just two days away, major mayor contenders are campaigning with vigour to woo voters.

2h ago