বাস দুর্ঘটনা: ৬ মাস আগে সৌদিতে যান মামুন

মামুন মিয়ার (২৮) বাড়ি কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তাপুর গ্রামে।
নিহত মামুন মিয়া। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ বাংলাদেশি নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তাদের মধ্যে মামুন মিয়া ৬ মাস আগে সৌদি আরবে যান বলে জানিয়েছে তার পরিবার।

মামুন মিয়ার (২৮) বাড়ি কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তাপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আউয়াল মিয়া এবং মায়ের নাম মমতাজ বেগম।  

প্রবাসী মামুন মিয়ার মামী তাছলিমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাত্র ৬ মাস আগে মামুন সৌদি আরব গেছেন। তার বাবা আগে কৃষি কাজ করতেন এখন বাড়িতে আছেন। পরিবারের ৫ সন্তানের মধ্যে মামুন চতুর্থ। ৩ ভাইয়ের মধ্যে মামুন দ্বিতীয়।'

Comments