পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ৩ রোহিঙ্গার মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পের ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ৩ রোহিঙ্গা মারা গেছেন। বুধবার ভোর ৪টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

মারা যাওয়া ৩ জন হলেন সৈয়দ আকবর, জাহিদ হোসেন ও নুর কবির। তারা সবাই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, মুহুরীপাড়া এলাকায় গভীর রাতে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ও উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ভোর রাতে এবং আজ সকালে ২ জনের মরদেহ উদ্ধার করে। মাটি চাপা পড়ার পরপরই অন্য রোহিঙ্গারা একজনের মরদেহ ক্যাম্পে নিয়ে যান। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বনবিভাগ ও স্থানীয় সূত্রগুলো জানায়, মুহুরীপাড়া গ্রামের আবদুল মান্নান প্রকাশ টনা ও নেসার আহমদ দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি ও বালি বিক্রি করছেন। পাহাড় কাটার জন্য রোহিঙ্গা শ্রমিকদের কম মজুরিতে কাজে লাগাতেন তারা।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সরওয়ার আলম দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

Iran launches waves of missiles at Israel in response to airstrikes

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

1h ago