ভাটারায় ভাঙারির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

দুপুর ৩টার দিকে ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়ে খবর দেওয়া হলে ৪টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। 
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর ভাটারায় একটি টিনশেড ভাঙারির দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

আজ দুপুর ৩টার দিকে ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়ে খবর দেওয়া হলে ৪টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এই নিউজ লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এ ছাড়া আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো কিছু জানা যায়নি বলেও জানান ডিউটি অফিসার আনিসুর রহমান।
 

Comments