লালবাগে কাভার্ড ভ্যানচাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
ঢাকার লালবাগ এলাকার বেড়িবাঁধে কাভার্ড ভ্যানচাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার তামান্না (২৭) নিহত হয়েছে।
আজ শনিবার সকালে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তামান্না নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স চতুর্থবর্ষের শিক্ষার্থী। তিনি কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন। তামান্নার বাবার নাম আবু তাহের। তাহেরের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।
মোর্শেদ বলেন, 'রাতে রাইড শেয়ারিং মোটরসাইকেলে বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই শিক্ষার্থী প্রথমে রাস্তায় ছিটকে পড়েন। এরপর কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
'ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে,' বলেন তিনি।
Comments