ঈদের আগে ব্যবসায়ীদের সব পুড়ে ছাই

রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সকাল থেকে ধোঁয়ায় পুরো আকাশ কালো হয়ে যায়। এসময় পোশাক ব্যবসায়ীদের হতাশ হয়ে রাস্তায় বসে থাকতে দেখা যায়।
ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সকাল থেকে ধোঁয়ায় পুরো আকাশ কালো হয়ে যায়। এসময় পোশাক ব্যবসায়ীদের হতাশ হয়ে রাস্তায় বসে থাকতে দেখা যায়।

মাত্র ২ বছর আগে পোশাক ব্যবসার মাধ্যমে ভাগ্য পরিবর্তনের জন্য ৪০ লাখ টাকা দিয়ে বঙ্গবাজারে একটি দোকান ভাড়া নেন ইব্রাহিম। আসন্ন ঈদের আগে নতুন মালামালসহ তার দোকানে ২০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল ছিল। কিন্তু, আজ সকালের আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

ইভা ফ্যাশনের স্বত্বাধিকারী ইব্রাহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার সব শেষ হয়ে গেছে।'

তবে, তিনিই একমাত্র ব্যবসায়ী নন যিনি এই ভয়াবহ আগুনে সবকিছু হারিয়েছেন। অন্যান্য ব্যবসায়ীরাও জানান, আগুনে কয়েকশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আরেক দোকানমালিক বলেন, 'আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। কীভাবে পরিবারের ভরণপোষণ করব জানি না।'

সিরাজুল ইসলাম নামের আরেক ব্যবসায়ী আগুন লাগার খবর পেয়ে বঙ্গবাজারে ছুটে যান।

সিরাজুল ইসলাম বলেন, 'আমার দোকানে ২০ লাখ টাকার পোশাক ছিল। আমি প্রায় অর্ধেক পণ্য বের করতে পেরেছি, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। পানির কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।'

আরেক ব্যবসায়ী রাকিব বলেন, তিনি তার দোকান থেকে এক টুকরো কাপড়ও বের করতে পারেননি।

আগুনের ভয়াবহতার কারণে ব্যবসায়ীরা তাদের মালামাল উদ্ধার করতে পারেননি। আশেপাশের অনেক দোকান থেকেও অনেক মানুষকে তাদের জিনিসপত্র বের করতে দেখা গেছে। তারা তাদের মালামাল রাস্তায় রেখেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন দিদার হোসেন বলেন, 'আমার দোকানে ১০ লাখ টাকার নতুন জামাকাপড় ছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।'

আওলাদ হোসেন নামের আরেক ব্যবসায়ী বলেন, `আমাদের কিছুই অবশিষ্ট নেই। আগুন আমাদের সব আশা কেড়ে নিয়েছে।'

Comments