চট্টগ্রামে পাহাড়ধসে মৃত্যু ১, আহত ৩

‘ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে।’
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আকবারশাহ এলাকায় পাহাড়ধসে এক শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আরও ৩ শ্রমিক আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে আকবর শাহ থানা এলাকার বেলতলি ঘোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১০ জন শ্রমিক ঘটনাস্থলে পাহাড় কাটার কাজ করছিলেন। সেই সময় এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন শ্রমিক মারা যান। আর ৩ জন আহত হন।

মারা যাওয়া শ্রমিকের নাম খোকা (৪৫)। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালোক আব্দুল্লাহ হারুন পাশা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। আর কেউ চাপা পড়েছে কি না, তা আমরা দেখছি।'

ঘটনাস্থল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, পাহাড়ধসের ঘটনায় ১ শ্রমিক নিহত ও ৩ শ্রমিক আহত হয়েছেন।

শিগগির পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।

Comments