গাজীপুরে কারখানার দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, আহত ২

ছবি: সংগৃহীত

গাজীপুরে একটি কারখানার দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত রও দুই শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকের নাম সালাউদ্দিন মাঝি (৫৬)। তিনি গাজীপুরের হোতাপাড়া এলাকার বাসিন্দা। আহতদের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গাজীপুরের রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ রকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, তিতাস গ্যাসের লাইন নেওয়ার জন্য প্যারাগন ফিড মিলস লিমিটেড কারখানা পাশ দিয়ে গর্ত করেছিল গ্যাস কর্তৃপক্ষ। কারখানার দেয়ালটি বেশ উঁচু ছিল। আজকে দুপুরে দেয়ালটি ধসে গর্তে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। আরো দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার এসআই নাহিদুজ্জামান শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

Comments

The Daily Star  | English

Thailand and Cambodia agree to 'unconditional' ceasefire

Thailand and Cambodia will enter into an unconditional ceasefire starting at midnight on Monday

9m ago