বঙ্গবাজারে মালেকা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটের পাশের মালেকা মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটের পাশের মালেকা মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাফি আল ফারুক জানান, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে মার্কেটের চতুর্থ তলায় আগুন লাগে বলে জানা গেছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার সকালে বঙ্গবাজারে আগুন লাগে। ভয়াবহ আগুনে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেটের দোকান পুড়ে যায়। পাশের এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছিল আগুন। ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

Comments