জামালপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩
জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মালঞ্চ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় জামালপুর সদর উপজেলার বিয়ারু গ্রামের বাসিন্দা আবুল করিমের ছেলে শাহ আলম (৩৫) নিহত হয়েছেন। আমরা জানতে পেরেছি নিহত আরেক জনের নাম চঞ্চল (৩২) ও পিকআপ ভ্যান চালকের নাম কাজল, তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
মালঞ্চ এলাকা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পিকআপ ভ্যানটি দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল আর ট্রাকটি যাচ্ছিল জামালপুরের দিকে। মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন নিহত ও একজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেলোয়ার হোসেন আরও জানিয়েছেন, ৩ জনের মরদেহ মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ট্রাক ও পিকআপ ভ্যান দুটি পুলিশ হেফাজতে আছে।
Comments