দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

 ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গ্যাসের আগুনে দগ্ধ
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের পঞ্চম তলার সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।'

এর আগে তিনি জানিয়েছিলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০টা ৫৩ মিনিটে প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Comments