নবাবপুরের সুরিটোলায় গুদামে আগুন, ১৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে।
সুরিটোলার গুদামে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আনিসুর রহমান/স্টার

রাজধানীর নবাবপুরে সুরিটোলায় একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে এ আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তবে, অগ্নিকাণ্ডের কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতির কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের মতে, ভবনটিতে প্রায় ২০টি গুদাম ছিল।

 

Comments