মৌচাকে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন আহত

নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর মৌচাকে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন, মাকসুম পারভেজ রাসেল(৪২), স্ত্রী সখিনা আক্তার কাজল(৩২), ছেলে নাফিজ পারভেজ আযান(১২) ও মেয়ে জান্নতুল ফেরদৌস এশা(১০)।

দগ্ধ রাসেল জানান, তাদের বাসা বাড্ডা ডিআইটি প্রজেক্ট ১৬ রোডে। সন্ধ্যায় ইফতার শেষে পরিবার নিয়ে ব্যক্তিগত প্রাইভেটকারে মৌচাক ফরচুন মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসেন তিনি। মৌচাক মোড়ে ফরচুন মার্কেটের বিপরীত পাশে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বনতে নিজাম বলেন, 'দগ্ধ ৪ জনের হাতে ও মুখে দগ্ধ হয়েছে। অবজারভেশনে রেখে তাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা ভালো আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।'

ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, 'রাতে মৌচাক মোড়ে একটি প্রাইভেটকারে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে আগেই আগুন নিভে যায়। এই ঘটনায় ৪জন দগ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।'
 

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

3h ago