রাজধানীর মালিবাগে মাইক্রোবাস থেকে ২ মরদেহ উদ্ধার

রাজধানীর মালিবাগ এলাকার ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের বেজমেন্টে পার্ক করা মাইক্রোবাস থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলশি জানায়, তাদের পরিচয় এখনো জানা যায়নি।
রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের বেজমেন্ট থেকে মরদেহ দুটি উদ্ধার করে। দুই মরদেহে পচন শুরু হয়েছে।'
তিনি বলেন, 'আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করছি এবং এ ঘটনার তদন্ত চলমান।'
Comments