ব্রাহ্মণবাড়িয়া

২৮ ঘণ্টা পর বগি উদ্ধার, চট্টগ্রাম-সিলেট থেকে ঢাকাগামী রেল যোগাযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের ৭ বগি ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে  এ পথে পুরোপুরি স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ।
লাইনচ্যুত মালবাহী ট্রেনের ৭ বগি ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের ৭ বগি ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে  এ পথে পুরোপুরি স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ।

এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

রেলওয়ের এই কর্মকর্তা জানান, গতকাল দুপুর পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এরপর আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ২৮ ঘণ্টা পর বিকেল পৌনে ৫টায় উদ্ধার কার্যক্রম শেষ করে। উদ্ধারের পর লাইনচ্যুত বগিগুলো আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশনে রাখা হয়েছে।

তিনি জানান, এ ঘটনার পর চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকাগামী লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী ট্রেন চলাচল করলেও গত একদিনে রেলওয়ের স্বাভাবিক শিডিউল বিপর্যয় দেখা দেয়।

তদন্ত কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলেও জানান এই কর্মকর্তা। 

 

Comments