রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ: দগ্ধ আরও ১ শ্রমিকের মৃত্যু

এ নিয়ে এই ঘটনায় ৪ জনের মৃত্যু হলো। আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।
রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ
রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড কারখানায় বিস্ফোরণের অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে৷ ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এই ঘটনায় ৪ জনের মৃত্যু হলো। আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'বিস্ফোরণে দগ্ধ আলমগীর হোসেন (৩০) মারা গেছেন।'

দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আলমগীরের মৃত্যু হয় বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Horrors inside the Gaza genocide: Through a survivor’s eyes

This is an eye-witness account, the story of a Palestinian in Gaza, a human being, a 24-year-old medical student, his real human life of love and loss, and a human testimony of war crimes perpetrated by the Israeli government and the military in the deadliest campaign of bombings and mass killings in recent history.

3h ago