রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ আরও ৬

দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক।
রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে৷ ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লিতে বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন৷ এই ঘটনায় আরও ৬ জন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভুলতায় অবস্থিত রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড নামক লোহা গলানোর কারখানায় এই দুর্ঘটনা ঘটে৷

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান৷

তিনি জানান, দগ্ধ ৬ জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

নিহত শ্রমিকের নাম শংকর (৪০)৷ দগ্ধরা হলেন—জুয়েল (২৫), রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইলিয়াস (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)৷ তারা প্রত্যেকেই ওই কারখানার শ্রমিক৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ডেইলি স্টারকে জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ৫ জনের শরীরের ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে৷ আর ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে৷

ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারেক বলেন, 'লোহা গলানোর কারখানাটি এখনো নির্মাণাধীন রয়েছে৷ পরীক্ষামূলকভাবে লোহা গলানোর কাজ চলছিল৷ বিকেল সাড়ে ৩টার দিকে লোহা গলানোর চুল্লিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের পর উত্তপ্ত গলিত লোহা পড়ে ৭ জন গুরুতর দগ্ধ হন৷ তাদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে৷ বাকিরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন৷'

রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের সুপারভাইজার শফিকুল ইসলাম ডেইলি স্টারেক বলেন, '৬ মাস আগে এখানে লোহা উৎপাদনের কাজ শুরু হয়েছে৷ কারখানাটিতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা আছে৷ শ্রমিকরাও সেফটি জ্যাকেট পরে ছিল৷'

'সেফটি জ্যাকেট' পরিহিত থাকার পরও এ পরিমাণ দগ্ধ হওয়ার সুযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'বিস্ফোরিত অতিরিক্ত গরম লোহার কারণে এমনটা হয়েছে৷'

তবে, পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, 'লোহা গলানোর কারখানায় কাজ করার সময় শ্রমিকরা সেফটি জ্যাকেট পরিহিত ছিল কি না, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ তবে মালিকপক্ষের দাবি, তারা সেফটি জ্যাকেটের ব্যবস্থা রেখেছেন। কিন্তু অনেক সময় শ্রমিকরা সেটা না পরেই কাজ করেন৷ ব্যাপারটি নিয়ে পুলিশ তদন্ত করছে৷'

Comments