রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ আরও ৬

রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে৷ ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লিতে বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন৷ এই ঘটনায় আরও ৬ জন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভুলতায় অবস্থিত রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড নামক লোহা গলানোর কারখানায় এই দুর্ঘটনা ঘটে৷

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান৷

তিনি জানান, দগ্ধ ৬ জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

নিহত শ্রমিকের নাম শংকর (৪০)৷ দগ্ধরা হলেন—জুয়েল (২৫), রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইলিয়াস (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)৷ তারা প্রত্যেকেই ওই কারখানার শ্রমিক৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ডেইলি স্টারকে জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ৫ জনের শরীরের ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে৷ আর ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে৷

ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারেক বলেন, 'লোহা গলানোর কারখানাটি এখনো নির্মাণাধীন রয়েছে৷ পরীক্ষামূলকভাবে লোহা গলানোর কাজ চলছিল৷ বিকেল সাড়ে ৩টার দিকে লোহা গলানোর চুল্লিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের পর উত্তপ্ত গলিত লোহা পড়ে ৭ জন গুরুতর দগ্ধ হন৷ তাদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে৷ বাকিরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন৷'

রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের সুপারভাইজার শফিকুল ইসলাম ডেইলি স্টারেক বলেন, '৬ মাস আগে এখানে লোহা উৎপাদনের কাজ শুরু হয়েছে৷ কারখানাটিতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা আছে৷ শ্রমিকরাও সেফটি জ্যাকেট পরে ছিল৷'

'সেফটি জ্যাকেট' পরিহিত থাকার পরও এ পরিমাণ দগ্ধ হওয়ার সুযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'বিস্ফোরিত অতিরিক্ত গরম লোহার কারণে এমনটা হয়েছে৷'

তবে, পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, 'লোহা গলানোর কারখানায় কাজ করার সময় শ্রমিকরা সেফটি জ্যাকেট পরিহিত ছিল কি না, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ তবে মালিকপক্ষের দাবি, তারা সেফটি জ্যাকেটের ব্যবস্থা রেখেছেন। কিন্তু অনেক সময় শ্রমিকরা সেটা না পরেই কাজ করেন৷ ব্যাপারটি নিয়ে পুলিশ তদন্ত করছে৷'

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

6h ago