নওগাঁয় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ নিহত ৪

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার হাট চকগৌরী এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশা চালকের নাম জানতে পেরেছে পুলিশ। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'অটোরিকশা চালকের নাম পাপ্পু, বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।'
মহাদেবপুর থানার উপরিদর্শক আশরাফুজ্জামান বলেন, 'ট্রাকটি রাজশাহীর দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। সে সময় ট্রাকটি সামনে থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন।'
পুলিশ ট্রাক জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন, জানান তিনি।
Comments