নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ট্রেনে কাটা পড়ে নরসিংদী রেলওয়ে স্টেশন ও আরশীনগর রেলক্রসিং এলাকায় পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নেছার আহমেদ। নেছার আহমেদ রায়পুরা উপজেলার চরমোধোয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি। অপর জনের বয়স আনুমানিক ১৬ বছর।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাত ৩টার দিকে অজ্ঞাত এক কিশোর ট্রেনের নিচে কাটা পড়ে আহত হয়। পরে সকাল সাড়ে ৫টার দিকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে আজ সকাল ৭ টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী উপবন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ ওরফে ডাক্তার ফরিদ। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে।  

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

19h ago