নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলি, যুবক নিহত

পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে ডিস ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ডিস ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনজু মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাধবদী থানার শেখেরচর-বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

নিহত মনজু মিয়া মাধবদী থানার পৌলাণপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। আহত বখতিয়ার মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ও যুবদল নেতা ইফতেখার আলম বাবলার ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপাড়া ইউনিয়নে ডিস, ইন্টারনেট ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে যুবদলের দুই নেতার মধ্যে বিরোধ চলছিল। একপক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, অন্য পক্ষের নেতৃত্বে আছেন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা।

তিনদিন আগে ইফতেখারের ছোট ভাই জ্যোতিকে মারধর করে আকরাম হোসেন ও তার সহযোগীরা। এর জেরে বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ইফতেখারের ডিস ব্যবসার কর্মী মনজু গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ সুপার বলছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

With acreage and output falling, is there any prospect for wheat in Bangladesh?

Falling wheat acreage raises questions about food security amid climate change

15h ago