ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী মা-মেয়ে নিহত
ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক নারী ও তার মেয়ে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হালিমা বেগম (৩৫) ও তার মেয়ে ছোয়া মনি (১৫)।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
তিনি জানান, আজ ভোরে বরগুনা থেকে বরিশালগামী ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক ও ৩ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments