কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে পা‌নি‌তে ডু‌বে দুই শিশুর মৃত্যু হয়েছে।

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে পা‌নি‌তে ডু‌বে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের কাশারিয়ারঘাট এলাকায় দুর্ঘটনা ঘটে।

২ শিশু হলো- উলিপুর উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের কাশা‌রিয়ারঘাট গ্রামের ম‌শিউর রহমা‌নের ছেলে বেলাল হোসেন (৭) এবং রংপুরের তারাগঞ্জ উপজেলার র‌বিউল ইসলা‌মের মেয়ে রোকাইয়া খাতুন (৮)। তারা মামাতো-ফুফাতো ভাইবোন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার শিশু রোকাইয়া খাতুন তার মায়ের সঙ্গে মামা ম‌শিউর রহমানের বাড়িতে আসে। ঈদের দিন বৃহস্পতিবার বিকালে তারা দুই ভাইবোন বাড়ির পাশে খেলছিল। পরে বামনি খালের পানিতে গোসল করতে নেমেছিল। একসময় স্থানীয়রা খালের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখতে পান।

Comments