গাইবান্ধায় বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকের ৩ যাত্রী নিহত, আহত ১৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহত ও আহতরা ট্রাকের যাত্রী ছিলেন এবং তারা ট্রাকে করে ঢাকা যাচ্ছিলেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চক রতিপুর গ্রামের মো. জহুরুল ইসলাম (৩৫), একই উপজেলার ধাপেরহাট গ্রামের জাহিদ (২৫) ও তার স্ত্রী ঝর্না (২২)।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বাসটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছিল এবং সেটিতে কোনো যাত্রী ছিল না। অন্যদিকে ট্রাকটি রংপুর এলাকা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের বালুয়া বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।'
কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
'বাস না পেয়ে যাত্রীরা ট্রাকে করে ঢাকা যাচ্ছিলেন বলে জানা গেছে,' যোগ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments