বরিশালে আ. লীগ নেতার বাড়িতে বিস্ফোরণ, আহত ১
বরিশালের গৌরনদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান শামীমের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১ জন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার বেলা ১টায় এই ঘটনা ঘটে।
আহত রিফাত মৃধা হৃদয়কে (২২) স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও র্যাবের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।'
গৌরনদী পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সম্পাদক আতিকুর রহমান শামীম বলেন, 'ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমি নিজেও জানি না কি হয়েছে। বাসায় এসে দেখি সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। শুনলাম গ্যাস সিলিন্ডার ফেটে গেছে।'
এদিকে গুরুতর আহত রিফাত মৃধার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গৌরনদি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. টিপু সুলতান। তিনি জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ৭৫ ভাগ পুড়ে গেছে। তিনি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আছেন।
Comments