মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

মাদারীপুরের ডাসারে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদি হাসান (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০)।

আজ রোববার ভোর সাড়ে ৪টা ও ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই ও পাথুরিয়ার পাড় এলাকায় ওই ঘটনা ঘটে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে মোফাজ্জেল হক জানান, আজ ভোর ৪টার দিকে কুমিল্লার মেহেদি হাসান মোটরসাইকেলযোগে বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। উপজেলার মেলকাই এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মেহেদি সড়কে ছিটকে পড়ে। পরে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি বলেন, অন্যদিকে বরিশালের হাফিজুর রহমানও মোটরসাইকেল যোগে বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পরে ভোর ৫টার দিকে একই উপজেলার পাথুরিয়ারপাড় এলাকায় পৌঁছালে একটি বাসের ধাক্কায় তিনিও ঘটনাস্থলে নিহত হন।

Comments

The Daily Star  | English
DGFI involvement in enforced disappearances

2 years lost, life shattered

He was around 15 when he was picked up, a ninth grader.

9h ago