নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজিঅটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ একজনের নাম জানতে পেরেছে। তিনি হলেন—লিটন দাস (৩২)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অন্য দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। পুলিশের ধারণা, তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছর।
নাসির জানান, মদনপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে লিটনের মৃত্যু হয়।
'নিহত তিনজনই অটোরিকশার যাত্রী। চালকসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে এর চালক পালিয়ে গেছেন,' বলেন নাসির।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, 'আহত প্রায় সবার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে।'
Comments