ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

‘মাহবুব ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এর ফলে দুর্ঘটনা ঘটে...’
Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ বুধবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাদিফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহবুব (৩৫) ও মো. মাইনুদ্দিন (৩৭)।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, মাহবুব গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটি কুমিল্লা যাচ্ছিল। নিহত মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী ও ২ ছেলে দুর্ঘটনায় আহত হয়েছেন।

আহতদের বরাতে তিনি বলেন, 'মাহবুব ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এর ফলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করেন।'

শিগগিরই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago