প্রাইভেটকারের ওপর পড়ল কনটেইনারবাহী লরি, ৩০ মিনিট পরে জীবিত উদ্ধার ৫

প্রায় আধা ঘণ্টা পরে একই পরিবারের ৪ সদস্য ও চালককে উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা
প্রাইভেটকারের ওপর কনটেইনারবাহী লরি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্ঘটনাকবলিত লরি ও প্রাইভেটকার | ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কনটেইনারবাহী লরি উল্টে প্রাইভেটকারকে চাপা দিয়েছে।

আজ শনিবার সকালে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রাইভেটকারের ওপর পড়ল কনটেইনারবাহী লরি, ৩০ মিনিট পরে জীবিত উদ্ধার ৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্ঘটনাকবলিত লরি ও প্রাইভেটকার | ছবি: সংগৃহীত

দুর্ঘটনার প্রায় আধা ঘণ্টা পরে একই পরিবারের ৪ সদস্য ও চালককে উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেটকারটি চাপা পড়ে। প্রায় আধা ঘণ্টা পরে যাত্রীদের জীবিত উদ্ধার করা হয়।

প্রাইভেটকারের ওপর পড়ল কনটেইনারবাহী লরি, ৩০ মিনিট পরে জীবিত উদ্ধার ৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্ঘটনাকবলিত লরি ও প্রাইভেটকার | ছবি: সংগৃহীত

বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল। হঠাৎ একটি কনটেইনারবাহী লরি উল্টে প্রাইভেটকারটিকে চাপা দেয়। প্রায় ৩০ মিনিট কারের যাত্রীরা ভেতরে আটকে ছিলেন। তারা সবাই বেঁচে গেছেন, তবে আহত হয়েছেন। কনটেইনারটি ফাঁকা হলেও তাদের বেঁচে যাওয়া মিরাকেল।'

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে।

Comments