জুলাইয়ে ৫১১ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৭৩: রোড সেফটি ফাউন্ডেশন

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

গত জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫১১টি। নিহত ৫৭৩ জন এবং আহত ১২৫৬ জন। নিহতের মধ্যে নারী ৯৪, শিশু ৭৬। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের সঙ্গে। ১৮৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৩ জন, যা মোট নিহতের ৩১ দশমিক ৯৩ শতাংশ।

এই একমাসে দুর্ঘটনায় ১৪৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৫ দশমিক ৪৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৮ জন, অর্থাৎ ১৩ দশমিক ৬১ শতাংশ।

রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে।

আজ সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে সারা মাসের সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়।

এতে বলা হয়, জুলাই মাসে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, ২৩ জন আহত এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। রেলপথ সংশ্লিষ্ট ৩৩টি দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের চিত্র

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায় মোটরসাইকেল চালক ও আরোহী ১৮৩ জন (৩১ দশমিক ৯৩%), বাস যাত্রী ৪৯ জন (৮ দশমিক ৫৫%), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩৬ জন (৬ দশমিক ২৮%), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-জীপ আরোহী ২৩ জন (৪%), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-ম্যাক্সি-লেগুনা) ১০৩ জন (১৭ দশমিক ৯৭%), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র-লাটাহাম্বা) ২২ জন (৩ দশমিক ৮৩%) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ১১ জন (১ দশমিক ৯১%) নিহত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত জুন মাসে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৭ দশমিক ২ জন। জুলাই মাসে গড়ে প্রতিদিন নিহত হয়েছে ১৮ দশমিক ৪৮ জন। এই হিসাবে জুলাই মাসে প্রাণহানি বেড়েছে ৭ দশমিক ৪৪ শতাংশ।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

6h ago