কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

গতকাল রাত ৩টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনের পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কাভার্ডভ্যানের চালক বেলাল হোসেন (৩০) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার হেলপার ইয়াকুব (৩৫)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কাওশিক আহমেদ, প্লাস্টিকের ড্রাম বহনকারী একটি কাভার্ডভ্যানের সঙ্গে চালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বেলাল ও ইয়াকুব নিহত হন এবং অপর দুজন আহত হন। পরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি গাড়িকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

12h ago