মুন্সিগঞ্জে ট্রলারডুবিতে এখনো ১ শিশু নিখোঁজ, তল্লাশি অব্যাহত

নিখোঁজ শিশুর সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ।
শনিবার ট্রলরাডুবির ঘটনায় উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ আছে আরেক শিশু। 

আজ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে দুর্ঘটনাস্থলের ২০০ মিটার দূরে শিশু মাহিন শেখের (৫) মরদেহ উদ্ধার করা হয়। 

মুন্সিগঞ্জের লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যায় একটি পিকনিকের ট্রলার।

ওই ঘটনায় নিখোঁজ ৩ শিশুর মধ্যে আজ সোমবার ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মতিন বলেন, 'এ ঘটনায় আরও এক শিশু নিখোঁজ আছে। নিখোঁজ শিশুর সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ।'

 

Comments