মুন্সিগঞ্জে ‘৪৬ যাত্রী’ নিয়ে পিকনিকের ট্রলারডুবি, ২ শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার

উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা থেকে ডুবুরি দল এসে পৌঁছেছে রাত সাড়ে ১০টার দিকে। 
শনিবার ট্রলরাডুবির ঘটনায় উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনী বাজারের কাছে পদ্মার শাখা নদীতে পিকনিকের উদ্দেশ্যে বের হওয়া একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ বলেন, 'এখন পর্যন্ত আমরা ৮ জনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে ২টি শিশুর মরদেহ রয়েছে।'

নিহত ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হ্যাপি আক্তার (২৮) ও তার বোন পপি আক্তার (২৬), রাকিব (১২) ও তার ভাই সাকিব (৮), মোকসেদা (৪০), সাজিবুল (৫) ও ফারিহান (১০)।

ট্রলারটি ডুবে যাওয়ার কারণ জানতে চাইলে কয়েস আহম্মেদ বলেন, 'বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবেছে।'

আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী বলেন, 'স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি, ওই ট্রলারে মোট ৪৬ জন ছিলেন।'

এই ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ২ শিশুসহ মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব।

উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা থেকে ডুবুরি দল এসে পৌঁছেছে রাত সাড়ে ১০টার দিকে। 

ঢাকা থেকে ৫ জনের ডুবুরি দল এসেছে। তাদের মধ্যে রয়েছেন স্টেশন অফিসার মেহেদি হাসান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের ডুবুরি দল কাজ শুরু করেছে। আমরা জানতে পেরেছি ৮ জন নিখোঁজ রয়েছেন।'

Comments