বান্দরবান

পা পিছলে পাহাড় থেকে পড়ে ট্যুর গাইডের মৃত্যু

কোনো অনুমতি ছাড়াই ট্যুরিস্টের একটি দল নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন বলে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে।
আতাহার ইসরাত রাফি। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদমে পা পিছলে পাহাড় থেকে পড়ে এক ট্যুর গাইড মারা গেছেন। আজ রোববার সকালে উপজেলার কুরকপাতা ইউনিয়নের ছাইনপ্রা ঝরনা সংলগ্ন পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আতাহার ইসরাত রাফি (২৯) কক্সবাজার জেলার পেকুয়া এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার একটি ট্যুরিস্ট দল নিয়ে ছাইন প্রা এলাকায় ঝরনা দেখতে যান রাফি। সেখানে পাহাড় থেকে পড়ে যান তিনি। পরে আজ সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে আলীকদম উপজেলার ৪ নম্বর কুরকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রতপুং ম্রো দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল প্রায় ২১ জনের একটা ট্যুরিস্ট গ্রুপ দু'ছড়ি তোয়াইন খালের ছাইনপ্রা ঝর্ণায় গিয়েছিল। সেখানে পাহাড় থেকে পা পিছলে পড়ে যান ট্যুরিস্ট গাইড।'

জানতে চাইলে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের এএসপি নকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আতাহার ইসরাক রাফির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে ২১ জনের একটি দল কুরকপাতা ছাইনপ্রা ঝরনায় গিয়েছিল। রাফি সেখান থেকে পিছলে পড়ে।'

ট্যুরিস্টের এই দলটি কোনো অনুমতি ছাড়াই সেখানে গিয়েছিল বলে জানান এই কর্মকর্তা।

Comments