আলীকদমে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

বান্দরবানে আলীকদমে এক স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বুধবার ওই শিক্ষার্থী আত্মীয়দের সহায়তায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ মার্চ এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের ভিডিওধারণ করে মামলা না করার জন্য ভয়ও দেখানো হয় ওই শিক্ষার্থীকে।
গ্রেপ্তার ৪ জন হলেন—মো. করিম (১৯), মো. রাসেল (২১), আব্দুল মুবিন (২০) ও মো. ইকবাল (২৪)।
ওসি জহির উদ্দিন বলেন, 'অভিযোগের ভিত্তিতে ৪ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।'
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবদুল করিম জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ভিডিও ধারণকৃত মোবাইল জব্দ করা হয়েছে।
Comments