পার্বতীপুরে রেল সেতুতে ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনির মৃত্যু

শনিবার সকালে নাতনিকে নিয়ে পার্বতীপুরের পুরানবাজার এলাকার তিলাই নদীর ধারে বেড়াগে যান তিনি। সেখানে রেলসেতুতে ওঠেন তারা। সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সেতু পার হওয়ার সময় তারা কাটা পড়ে তাৎক্ষণিকভাবে মারা যান।
Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

শনিবার দিনাজপুরের পার্বতীপুরে একটি রেল সেতুতে ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার নাতনি মারা গেছেন।

তারা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কলেজপাড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও একই গ্রামের মো. রহমানের মেয়ে সাথী বেগম (৭)।

পার্বতীপুর সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মর্জিনা তার পরিবারের সদস্যদের নিয়ে কয়েকদিন আগে তার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে পার্বতীপুরে গিয়েছিলেন।

শনিবার সকালে নাতনিকে নিয়ে পার্বতীপুরের পুরানবাজার এলাকার তিলাই নদীর ধারে বেড়াগে যান তিনি। সেখানে রেলসেতুতে ওঠেন তারা। সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সেতু পার হওয়ার সময় তারা কাটা পড়ে তাৎক্ষণিকভাবে মারা যান।

পুলিশ তাদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান ওসি।

Comments