নারায়ণগঞ্জে বাড়ির পাশে গর্তে জমা পানিতে ২ শিশুর মৃত্যু

বাড়ির কাছে একটি গর্তে জমা হয়েছিল বৃষ্টির পানি। তাতেই ডুবে মারা গেল তিন বছর বয়সী দুই শিশু। আজ বুধবার বিকেল তিনটার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জিওধারা গ্রামে এই ঘটনা ঘটেছে।

বাড়ির কাছে একটি গর্তে জমা হয়েছিল বৃষ্টির পানি। তাতেই ডুবে মারা গেল তিন বছর বয়সী দুই শিশু। আজ বুধবার বিকেল তিনটার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জিওধারা গ্রামে এই ঘটনা ঘটেছে।

মারা যাওয়া দুই শিশু দুটি পরস্পরের চাচাতো-জ্যাঠাতো ভাই। তারা হলো জিওধরা গ্রামের কবির মিয়ার ছেলে আব্দুল আজিজ ও কবিরের ছোট ভাই নূরুজ্জামান মিয়ার ছেলে মো. আহনাফ।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান।

পরিবারের লোকজনের বরাতে তিনি বলেন, শিশুদুটি বাড়ির সামনে খেলছিল। তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে রাস্তার পাশে একটি গর্তের সামনে এক শিশুর জুতা পাওয়া যায়। পানি জমে থাকা পাঁচ ফুট গভীরতার ওই গর্তেই পাওয়া যায় শিশুদুটিকে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান তারা মারা গেছে।

দুই শিশুকে হারিয়ে মুহ্যমান হয়ে পড়েছে দুই ভাইয়ের পরিবারের সবাই।

মারা যাওয়া আহনাফের বাবা নূরুজ্জামান কাঁদতে কাঁদতে বলেন, 'বাড়ির সামনেই দুই ভাই খেলছিল। কীভাবে যে কী হয়ে গেল কেউ বুঝতেই পারিনি। যতক্ষণে খুঁইজা পাইছি ততক্ষণে লাশ হইয়া গেছে।'

Comments