ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু

জামালপুর

জামালপুর সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার নান্দিনার ছনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আজাজ আলীর ছেলে রাহি ইসলাম (১৫), রাজা মিয়ার ছেলে রুশান মিয়া (১৬) ও আমিদুর রহমানের ছেলে আফিফ হোসেন (১৫)।

তারা সবাই জামালপুর সদরের ছনকান্দা গ্রামের এবং জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মোহাম্মদ আতিক জানান, ব্রহ্মপুত্র নদের তীরে সমবয়সী পাঁচ জন ফুটবল খেলছিল। হঠাৎ তাদের বল নদীতে পড়ে গেলে রাহি প্রথমে সেটি তুলতে নদীতে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে রুমনও নদীতে ঝাঁপ দেয়। তবে তারা দুইজনের কেউই আর তীরে ফিরতে পারেনি। পরে আফিফ তাদের বাঁচাতে ঝাঁপ দিলে সেও নদীতে ডুবে যায়।

পরে বিকেল ৫টা ২০ মিনিটে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

Admin officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

1h ago