দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

জামালপুরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে বকশীগঞ্জ ও সদর উপজেলায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। 

জামালপুরের পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে বকশীগঞ্জ ও সদর উপজেলায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। 

এর মধ্যে বকশীগঞ্জের নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামে মারা যাওয়া মাহিন হাসান (১০) ও সাইয়ুম হোসেন (৮) পরস্পর চাচাত ভাই।

মারা যাওয়া অপর শিশু জামালপুর সদর উপজেলার নরুন্দির নলকুড়ি গ্রামের আরাফাত (১০)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাহিন ও সাইয়ুম বাড়ির পাশে একটি পুকুরে দুপুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মরদেহ ভেসে ওঠে।'

এদিকে সদর থানার ওসি শাহনেওয়াজ বলেন, 'শিশু আরাফাত বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।'

Comments