মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে রড পড়ে শিশু নিহত

সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে লোহার রড পড়ে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১টার দিকে শিশুটি মারা যায়।

শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটিকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হাসপাতালে ভর্তি করে। পথচারীরা জানায় নির্মাণাধীন উড়াল সড়কের ওপর থেকে একটি রড শিশুটির মাথায় পড়ে। শিশুটিকে দেখে পথশিশু মনে হচ্ছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

পথচারী আব্দুল কাদির ইমন জানান, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই কয়েকজন লোক মহাখালী ব্রিটিশ টোব্যাকোর সামনের রেললাইনে জড় হয়ে আছেন। সেখানে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজনকে নিয়ে দ্রুত মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। শিশুটিকে দেখে পথশিশু মনে হয়েছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মতিন বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ছেলেটি রেললাইনের ওপর বসেছিল। সেসময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে রডটি পড়ে তার মাথায় বিদ্ধ হয়।

এ বিষয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএম শাখাওয়াত আক্তারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

11h ago